২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
- ১০ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ’ থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কিসের প্রতি ইঙ্গিত রয়েছে?
ক. পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক
খ. স্বাধীনতা
গ. ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক
ঘ. একতা
২। কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৭২ সালে
৩। অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম মনসুর আলী
৪। নূর হোসেন নিহত হয়-
ক. ৬ ডিসেম্বর ১৯৯০
খ. ৫ নভেম্বর ১৯৯০
গ. ১০ নভেম্বর ১৯৮৭
ঘ. ৬ নভেম্বর ১৯৯৫
৫। মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কখন?
ক. দেশ বিভাগের মধ্য দিয়ে
খ. সাংবিধানিক ঘোষণার মধ্য দিয়ে
গ. জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে
ঘ. নতুন মানচিত্রের মাধ্যমে
৬। মুজিবনগর সরকার গঠনের মূল উদ্দেশ্য ছিল-
ক. দেশ শাসন
খ. সরকারকে বেকায়দায় ফেলা
গ. মুক্তিযুদ্ধ পরিচালনা
ঘ. নতুন দেশ গঠন
৭। ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে কয়টি জোট গঠিত হয়?
ক. দুইটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
৮। দেশের বাইরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত করেছিল-
ক. ব্যাংককে খ. লন্ডনে
গ. স্টকহোমে ঘ. প্যারিসে
৯। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
ক. এএইচএম কামরুজ্জামান
খ. তাজউদ্দীন আহমদ
গ. এম মনসুর আলী
ঘ. মোশতাক আহমেদ
১০। কোথায় জজ হ্যারিসনের জন্ম হয়?
ক. যুক্তরাষ্ট্র
খ. ইতালি
গ. যুক্তরাজ্য ঘ. অস্ট্রেলিয়া
১১। শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন-
ক. ২ মার্চ খ. ৩ মার্চ
গ. ৬ মার্চ ঘ. ৭ মার্চ
১২। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন-
ক. ২৬ মার্চ খ. ৭ মার্চ
গ. ১১ মার্চ ঘ. ২৫ মার্চ
১৩। কত সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৮০ সালে ঘ. ১৯৭৫ সালে
১৪। ৭ মার্চের ভাষণে তুলে ধরা হয়-
ক. বাংলাদেশের স্বাধীনতার ইহিহাস
খ. পাকিস্তানি প্রতারণা ও শোষণের ইতিহাস
গ. পাকিস্তানের মহৎ উদ্দেশ্য
ঘ. স্বাধীনতাযুদ্ধের অন্তরায়সমূহ
১৫। কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবস্থিত?
ক. আগারগাঁও খ. চট্টগ্রাম
গ. কালুরঘাট ঘ. মেহেরপুর
উত্তর : ১. খ, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. গ।